বিসমিল্লাহির রাহমানির রাহীম
Welcome to Tipslogbd24.com™

তন্ত্র নিয়ে জানার ইচ্ছে আছে,তাহলে এদিকে আসুন (বই প্রেমীরা দেখুন)

বিভূতিভূষণ বংলা সাহিত্যের এক বিরাট নাম।বিভূতিভূষণ বন্দোপাধ্যয় রচিত ‘তারানাথ তান্ত্রিক’ তার অমর সূষ্টি।বিভূতিভূষণ মহাশয় তারানাথের দুটিগল্প লিখেই প্রয়াত হয়েছিলেন। তাঁর সেই অবিস্মরণীয় ছোটবেলার যে অজস্র সব জিনিষ আমি এখন মিস করে চলেছি তার মধ্যে অন্যতম হলো ভূতের ভয় আর ভূতের গল্প।বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের রচিত সবকটি ভৌতিক গল্পই চিরকাল আমাদের মনে বিশেষ সমীহের সৃষ্টি করে এসেছে।ভবঘুরে বিভূতিভূষণ জীবনে যেখানে যেখানে যেতেন,সেখানকার প্রকৃতিএবং মানুষকে তাঁর সাহিত্যের মধ্যে অসীম মমতায় ধরে রাখতেন, ঠিক যেমন করে কোন সুদক্ষ চিত্রকর,ছবির মধ্যে তাঁর নিজস্ব ভাবনা ধরে রাখেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন অলৌকিকে।তাই তিনি যেখানেই যেতেন, সংগ্রহ করে নিতেন সেখানকার ভৌতিক ও অলৌকিক ঘটনাগুলিকে। তিনি দৃঢ়বিশ্বাসী ছিলেন যে মানুষ একদিন আধুনিক বিজ্ঞানের কল্পনাতীত পরলোক-কেও ঠিক আবিষ্কার করে ফেলবে। আর সেই অচেনা জগতের রহস্যময় সংসারযাত্রার প্রমাণও আমরা একদিন না একদিন পাবো।চেতনার গহন-গভীরে মানুষ চিরটাকালই. গল্পখোর। অলৌকিক,অতিলৌকিক
ঘটনার দিক আজ শেষ হয়ে যায় নি-কেবল অনেক সময় আমরা তাদের অলৌকিক বলে চিনে নিতে পারি না।ছোটবেলায় পড়া যে সমস্ত ভূতের গল্প
আজও আমায় haunt করে বেড়ায়, তার
মধ্যে অন্যতম হলো বিভূতিভূষণ
বন্দোপাধ্যায়ের লেখা ” তারানাথ
তান্ত্রিকের গল্প ” -এমনই
ছিলো সে গল্পের বাঁধুনী যে পড়া শেষ
হয়ে যাবার পরেও কেমন একটা ঝিম ধরা
ভাবে মস্তিষ্ক আচ্ছন্ন হয়ে থাকে। এই
গল্প আজও আমি রাতের বেলায় একা
একা পড়বো কিনা সে বিষয়ে ঘোরতর
সন্দেহ আছে !!
বিভূতিভূষণ রচিত ‘তারানাথ
তান্ত্রিকের’ দুটি গল্প শেয়ার করা হলো
এখানে – আশা করি অন্যেরাও এটি পড়ে
আমার মতোই ভয় পাবে !!
বিভূতিভূষণ মহাশয় তারানাথের দুটি
গল্প লিখেই প্রয়াত হয়েছিলেন। তাঁর
সেই অবিস্মরণীয় সৃষ্টির ধারা বহন
করার ভার গিয়ে পড়েছিল তাঁরই সুযোগ্য
পুত্র শ্রী তারাদাস বন্দোপাধ্যায়ের
উপর। তাঁর হাত ধরে তারানাথের গল্প
আবার সজীব ও সক্রিয় হয়ে ওঠে –
কিন্তু ভগ্ন স্বাস্থ্যের দরুণ 2010 সালে
তাঁরও অকালপ্রয়াণ ঘটে। শুরু
থেকে ধরলে তারানাথের
ধারাবাহিকতা প্রায় ছয় দশকের – কিন্তু
গল্পের খাতিরেই তারানাথের বয়স
বাড়েনি – এখনও সে মধ্য পঞ্চাশে,থাকে মট লেনেই।
তারানাথ তান্ত্রিক গল্পের প্রধান চরিত্র হল তারানাথ নিজেই।তার কাছে কিশোরী ও গল্পকার গল্প শুনতে আসে।তারানাথ ও তার জীবনে ঘটে যাওয়া যেসব ঘটনা বলতে থাকে।
আসলে আমার কোনদিনই বই পড়ার অভ্যাস ছিল না।নতুন বছরে কলেজের যেসব বই কিনতাম,বছর শেষে তা সেই রকমই নতুন থাকতো।বছরে শুধু পরিক্ষার সময়টুকু ছাড়া আর বই খোলার সময় খোলা হয় না।
যাইহোক আমার বই পড়ার অভ্যাস কিভাবে হল সেটা এখন বলি।সময়টা ২০১৪ সালর শেষের ড়িকে বা ২০১৫ সাল।তখন what’s app ফ্রি হওয়ার সারাদিন সেখানে পড়ে থাকতাম।একদিন একটা বইয়ের গ্রুপে কিছু audio story পাই।তখন ঠিকমতো বুঝতামই না audio story টা কি জিনিস।ডাউনলোড করে শোনার পর থেকে আমি এর fan হয়ে গেলাম।Audio story গুলো হয়ে থাকে ববিভিন্ন ররেডিওতে।আসলে সবাই গল্প বলতে পারে না।আমার শোনা যত রেডিও আছে তার মধ্যে কলকাতার Radio Mirchi অন্যতম।সেখানে নামকরা কয়েকজন কন্ঠ দিয়ে থাকে।তাদের মধ্যে মির,(মনে হয় না,মিরকে চিনে ন।এমন কেউ আছে) পরমবত (কলকাতা বাংলা ছবির নায়ক)পরান বন্দোপাধ্যয় (কলকাতা বাংলা মুভি করেন) আরো অনেক নাম,মনে পড়ছে না।এক কথায় কলকাতা বাংলা ছবিতে যারা অভিনয় করে,তাদের অনেকেই এখানে perform করে থাকে।তাহলে বুঝতেই পারছেন,তাদের কোয়ালিটি কি রকম হবে।


Download Taranath Tantrick
Download Taranath Tantrick 2


No comments: