কিভাবে পিডিএফ ফাইল সাইজ কমাবেন কুয়ালিটি লস ছাড়াই 100% working
কিভাবে পিডিএফ ফাইল সাইজ কমাবেন কুয়ালিটিআসসালামু আলাইকুম, আজ নিয়ে আসলাম একটা দরকারী ছোট্ট ট্রিক্স। জরুরী দরকার হয় এটা আমদের যারা পড়াশূনা করে ও পড়তে লাইক করে অনলাইন বা অফলাইনে। তো দেখে নিন নিচের ছবিটি গুলো আর ধাপ অনুসরণ করুন –
প্রথমে এই লিংকে যেতে হবে www. pdf 2 go. com
তারপর নিচের ছবির মত আসলে তীর চিহ্নে কম্প্রেস এ ক্লিক ক্রুন। আমার দেখা এটা সেরা সাইট কারণ সহজে অনেক কাজ করা যায় এখান থেকে, তাছাআড়া মুল যে কাজ করে আমি স্যাটিস্ফাইড তা শিরোনামেই দেখেছেন।
তারপর দেখুন নিচের ছবি। ১ থেকে ৪ পর্যন্ত আপনি আপনার পিডি এফ ফাইল এড করার সুযোগ পাবেন এর ৪ উপায়ে। ৫ নাম্বারে কুয়ালিটি সিলেক্ট। ৬ নাম্বারে সেভ চেঞ্জ। এখানে ক্লি করলে কনভার্ট শুরু হবে।
তারপর এরকম পেজ আসবে যেখান থেকে আবার ডাউনলোড করার অপশন থাকবে। একবারে পিডিএফ, বা জিপ, বা আপলোড করার ও অপশোন আসবে।
লস ছাড়াই 100% working
No comments: