শখের মোবাইলটি হারিয়ে গেছে? চোরকে ধরুন খুব সহজেই। ফোনের লোকেশন ট্র্যাক করুন
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?
আজ কি শিখবো তা তো টাইটেলেই দেখে ফেলেছেন।
হ্যা আজ আমরা দেখবো কিভাবে চুরি বা হারিয়ে যাওয়া ফোনের লোকেশন বের করবেন।
আগেই বলে নেই এই পোষ্টটি শাওমি ফোন উইসার দের জন্য।
এই কাজের জন্য আপনার ফোনে Mi Account যুক্ত থাকতে হবে।
ধরুন সেটি আপনার ফোনে Add করা ছিল এমত অবাস্থায় ফোনটি হারিয়ে গেছে। এখন কি করবেন?
তারপর আপনার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এবার দেখুন আপনার ডিভাইসটি দেখাচ্ছে। ওখানে click করুন।
এবার Location এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ।
দেখুন লোকেশন দেখাচ্ছে।
আপনাদের সুবিধার জন্য এই টিউটোরিয়াল নিয়ে একটা ভিডিও বানিয়েছি। চাইলে এখান থেকে দেখতে পারেন।
বিভিন্ন ধরনে টিপস ট্রিক এবং হ্যাকিং এর টিউটোরিয়াল শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন.
আমাদের চ্যানেল Creators Bangla
No comments: