আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করি এবং তথ্য আদান-প্রদানের জন্য পেনড্রাইভ ব্যবহার করে থাকি।আমরা অনেক সময় এই পেনড্রাইভ গুলোতে একটা সমস্যা দেখি তা হলো autorun.inf এই বিরক্তিকর ভাইরাস।
পেনড্রাইভ নানা সমস্যায় আক্রান্ত হলেও সাধারণত autorun.inf ভাইরাসে বেশি আক্রান্ত হয়। ভাইরাসটির আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন খুব সহজেই ।
এই জন্য যা করতে হবে :-
১. autorun.inf তে আক্রান্ত পেনড্রাইভ কম্পিউটারে প্রবেশ করান।
২. এবার পেনড্রাইভে প্রবেশ করুন।
৩. autorun.inf নামে কোন ফাইল থাকলে ডিলিট করুন।
৪. এবার autorun.inf নামে একটি ফোল্ডার তৈরি করুন।
পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার তৈরি করে রাখুন।তাহলে এর জায়গায় autorun.inf ভাইরাসটি নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না। কারণ ফাইল কখনও ফোল্ডারকে ওভার রাইট করতে পারে না।ফলে আপনি খুব সহজেই আপনার পেনড্রাইভকে ভালো রাখতে পারবেন ।
ধন্যবাদ ভাল থাকবেন
[Virus] পেনড্রাইভে অটোরান ভাইরাস সমাধান।
Reviewed by
Arif
on
November 08, 2018
Rating:
5
No comments: