বিসমিল্লাহির রাহমানির রাহীম
Welcome to Tipslogbd24.com™

Root/UnRoot]যেকোনো নরমাল ফোনে ক্লিয়ার ভাবে স্ক্রিনরেকর্ড করুন ।এবং স্ক্রিনরেকর্ড কালো বা সবুজ হওয়ার সমাধান ।।।

Assalamu Alaikum
আশা করি ভালো আছেন সবাই ।বরাবরের মত আজকেও একটা ট্রিক শেয়ার করতে আসলাম যা অনেকেই হয়তো জানেন কিন্তু সবাই জানে না ।
আমার ফোন:

name:

Symphony Xplorer P6

version:


lolipop~6.0

Root status:

 Rooted
আমার এই ফোনটি রুট করা সত্ত্বেও স্ক্রিন রেকর্ড করলে শুধু ভয়েজ শোনা যায় কিন্তু স্ক্রিন শুধু সবুজ হয়ে থাকে । আমার এই সমস্যার মতো অনেকেই হয়তো এই সমস্যায় ভুগতেছেন তাই আজ এই সমস্যার এ টু জেট সমাধান নিয়ে আসলাম ।
এখন থেকে আর স্ক্রিন সবুজ বা কালো হবে না মনের ইচ্ছামতো ক্লিয়ার ভাবে অন্যদের মতো স্ক্রিনরেকর্ড করতে পারবেন ।
এর জন্য আপনি যেকোনো স্ক্রিনরেকর্ডার এ্যাপ ব্যবহার করতে পারবেন ।এছাড়া আর কোনো এ্যাপ লাগবে না ।
স্ক্রিনরেকর্ড করতে হলে নিচের স্ক্রিনশট গুলো অনুসরন করুন
অনেকের ফোন আছে যাদের ফোনে Developer option নেই ।তারা আগে নিচের নিয়ম অনুসরন করে Developer option অপশন নিয়ে আসুন |
প্রথমে Settings এ যান তারপর About phone এ ক্লিক করুন তারপর নিচে Build number নামে অপশন দেখতে পারবেন এখানে 5 থেকে 6 বার অথবা ইচ্ছামত ক্লিক করুন ।এখন দেখুন আপনার Developer Option চলে এসেছে ।

Now Follow Screenshot


সেটিংসে যান

Developer Option এ ক্লিক করুন

মার্ক করা স্থানে ক্লিক করুন

চিত্রে দেখানো স্থানে ক্লিক করুন

এরকম একটি black box আসবে

এখন সেটিংস থেকে বেরিয়ে আসুন । আপনার ইচ্ছামত একটি স্ক্রিনরেকর্ডার এ্যাপে প্রবেশ করুন ।

রেকর্ডিং start করুন।

এখন এই কালো বাক্সটা দূর করার জন্য পূর্বের সেটিংস এ গিয়ে none করে দিন ।

এখন ইচ্ছামত স্ক্রিনরেকর্ড করুন ।তারপর stop এ ক্লিক করে ভিডিওটি সেভ করুন ।

আমার রেকর্ড করা ভিডিও । দেখুন চলতেছে ।


No comments: