বিসমিল্লাহির রাহমানির রাহীম
Welcome to Tipslogbd24.com™

জেনে নিন Facebook Video Monetization এর যোগ্যতাসমূহ – Facebook for Creators

Facebook for Creators: এটা ফেসবুকের একটা YouTube এর মতো সেবা অর্থাৎ Video তে ad দেখিয়ে টাকা income করা।
এটা করার জন্য কিছু যোগত্যা লাগবেঃ
১।  এটা শুধু Facebook Page এর জন্য প্রযোজ্য, Facebook Profile এর জন্য নয়।
২।  অবশ্যই নিজের বানানো ভিডিও upload করতে হবে, অন্যের ভিডিও download করে upload করলে হবে না। তবে আপনি আপনার নিজের একই video Facebook, YouTube, Dailymotion, Vimeo, Metacafe তেও upload করতে পারেন। এতে কোনো সমস্যা হবে না।
৩। আপনার পেজে সর্বনিম্ন 10,000 followers থাকতে হবে।
৪। Videos গুলো সর্বনিম্ন 3 minutes এর হতে হবে।
৫। সর্বশেষ 60 দিনে 30,000 1-minute views থাকতে হবে।
৬। Monetization Eligibility Standards এর সাথে আপনার Facebook Page এর Contents গুলোর সমর্থন থাকতে হবে।
বর্তমানে Facebook for Creators এ নিম্নলিখিন ভাষা এবং দেশকে এই ফিচারটি ব্যবহার করার সুযোগ দিচ্ছেঃ
ভাষাঃ English, Spanish, French, Portuguese, Thai, German.
দেশঃ Argentina, Australia, Belgium, Bolivia, Chile, Colombia, Denmark , Dominican Republic, Ecuador, El Salvador, France, Germany, Guatemala, Honduras, Ireland, Mexico, New Zealand, Norway, Peru, Portugal, Spain, Sweden, Thailand, the Netherlands, United Kingdom, United States.
দেখাই যাচ্ছে যে, বাংলা ভাষা এবং বাংলাদেশ নেই। Facebook Help Center থেকে জানা গেছে যে, ২০১৯ সালে আরও দেশ এবং ভাষা সমর্থন করা হবে Facebook for Creators এর জন্য। তাই আশা করা যায়, বাংলা ভাষা এবং বাংলাদেশও আমরা পাব।
তাই আজ থেকে নিজের video বানিয়ে নিজের Facebook Page এ upload করে 10,000 followers এবং 30,000 1-minutes views পাবার যাত্রা শুরু করে দিন…, ভবিষ্যতে কাজে আসবে।

No comments: