Dulquer Salman এর সুন্দর একটি মালায়াম মুভি Ustad Hotel দেখুন এখন বাংলা সাবটাইটেলে। পুরো ফেমিলি নিয়ে দেখার মতো একটি মুভি। সাথে আমার রিভিউ ত থাকছেই।
সকলকে জানাই সালাম
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।
Movie Name: Ustad Hotel
Directo r : Anwar Rasheed@
Genres: Comedy | Drama | Family | Romanceআ
Writer : Anjali Menon
Release Date : 29 June 2012
Language : Malayalam + Bsub
Country : India
Cast : Dulquer Salman,Nithya Menon.
Personal Rating : 10/10
Directo r : Anwar Rasheed@
Genres: Comedy | Drama | Family | Romanceআ
Writer : Anjali Menon
Release Date : 29 June 2012
Language : Malayalam + Bsub
Country : India
Cast : Dulquer Salman,Nithya Menon.
Personal Rating : 10/10
……….. মুভি নিয়ে কিছু কথা…………
★ পুরো ভারতেরই খুব কম মুভি আছে, যেগুলো পুরো পরিবার নিয়ে বসে দেখা যায়, ভাল করেই জানেন কেন । কিন্তু এটা সেই ভাল মুভিগুলোর মধ্যে একটা, যেটা পুরো পরিবার মিলে বসে দেখতে পারবেন।
★ IMDb top rated indian movies এ #45 নম্বরে আছে মুভিটা।
★ ইউনিক গল্প, কমেডি, ইমোশন সবই ছিল দুলকার, নিথিয়া, ৪ বোন আর হোটেলের সহকারীদের অভিনয় খুব ভাল ছিল।
★ সবচেয়ে জোস অভিনয় ছিল করিম ইক্কার। উনাকে এ মুভিতে দেখলে নিজের দাদা নানার কথা মনে পড়ে।
★ নাতির প্রতি দাদার কি স্নেহ ভালবাসা, মন ছুঁয়ে যায়। শেষের দিকে দুলকারকে বাচ্চাদের ধন্যবাদ জানানোর দৃশ্যে সত্যিই চোখে পানি চলে এসেছিল।
★ যারা পরিবারের সাথে ভাল একটা মুভি দেখতে চান তাদের জন্য এটা মোস্ট রিকমেন্ডেড।
…… মুভি রিভিউ……
মুসলিম ঘরের এক পরিবারে ৪ কন্যার পর জন্ম নেয় ছেলে ফয়েজি (দুলকার সালমান)। তার জন্মের পর তার মা মারা যায়। বাবা তাদের নিয়ে চলে আসে দুবাই। তার পরিবার বংশ পরম্পরায় বাবুর্চি, কিন্তু তার বাবা বাবুর্চির কাজ একদম দেখতে পারে না। ৪ বোন অবশ্য খাবার খুব ভাল বানায়, ফয়েজি এত ভাল না পারলেও রান্না করা পছন্দ করে। ফয়েজির ইচ্ছা শেফ হওয়া, এতে তার ৪ বোন তাকে সাপোর্ট করলেও বাবা সায় দেয় না। সে পালিয়ে চলে আসে তার বাবুর্চি দাদার কাছে, রান্না শিখতে। দাদা করিম ইক্কা (থিলাকান) ঐ এলাকার সেরা বাবুর্চি, উস্তাদ হোটেলের মালিক ৩৫ বছর ধরে। উস্তাদ হোটেলকে সবাই একনামে চিনে উনার বিখ্যাত বিরিয়ানির জন্য। ফয়েজি ধীরে ধীরে তার দাদা, দাদার হোটেল আর রান্নাকে ভালবেসে ফেলে। তার স্বপ্ন লন্ডনে শেফ এর কাজ করার। কিন্তু তার বাবা তো নারাজ। সে কী পারবে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে? তা জানতেই দেখুন মুভি টি।
….শিক্ষার বিষয় …..
হালকাস্পয়লার এলার্ট আপনি চান পছন্দের কোনো কাজ করে ক্যারিয়ার গড়ে তুলতে।
কিন্তু পরিবার সেই পেশাকে সাপোর্ট দিচ্ছে না। তারা মনে করে পেশাটা তুচ্ছ, এতে লাভের পরিমাণ কম। আপনি কি বেশি লাভের জন্য অন্য পেশায় অনিচ্ছা স্বত্বেও কাজ করবেন? নাকি পছন্দের পেশাকেই বেছে নেবেন? এ মুভি দেখে বুঝবেন সব
ধরণের পেশাই সমান, শুধু কাজের প্রতি ভালবাসা খুঁজে নিতে হয়। আমার প্রিয় কয়েকটা মালায়ালাম মুভির মধ্যে এটা অন্যতম।
কিন্তু পরিবার সেই পেশাকে সাপোর্ট দিচ্ছে না। তারা মনে করে পেশাটা তুচ্ছ, এতে লাভের পরিমাণ কম। আপনি কি বেশি লাভের জন্য অন্য পেশায় অনিচ্ছা স্বত্বেও কাজ করবেন? নাকি পছন্দের পেশাকেই বেছে নেবেন? এ মুভি দেখে বুঝবেন সব
ধরণের পেশাই সমান, শুধু কাজের প্রতি ভালবাসা খুঁজে নিতে হয়। আমার প্রিয় কয়েকটা মালায়ালাম মুভির মধ্যে এটা অন্যতম।
জলদি জলদি বাংলা সাবটাইটেল টি ডাওনলোড করুন।
এবার মুভিটি ডাওনলোড করুন।
আপনাদের কারও মুভি Requested থাকলে প্রথমে আমার পেইজে ১ টা লাইক দিবেন এরপর মুভি রিকুয়েস্ট করবেন তা না হলে আপনাদের এস এম এস এর রিপ্লাই আপনারা পাবেন না।
আসা করি আমার রিকুয়েস্ট টা সবাই রাখবেন তাহলেই পেয়ে যাবেন।
আসা করি আমার রিকুয়েস্ট টা সবাই রাখবেন তাহলেই পেয়ে যাবেন।
No comments: