বিসমিল্লাহির রাহমানির রাহীম
Welcome to Tipslogbd24.com™

বিজ্ঞান বিষয়িক কিছু প্রশ্ন ও উত্তর ।আশা করি ভালো লাগবে ।


কেমন আছেন সবাই..?….আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন….আমি
আলহামদুলিল্লা
ভালো আছি
আপনাদের দোয়ায় ।
এবং আল্লাহর
অশেষ রহমতে।
.
আমরা অনেকেই বিজ্ঞান বিষয়ে পড়তে আগ্রহি । আবার অনেকেই এগুলো পড়তে ভালোবাসে । তো তাদের জন্য সামান্য কিছু প্রশ্ন ও উত্তর । তো চলুন নিচ থেকে পড়ে নেই ।
.

বিজ্ঞান
.
প্রশ্নঃ একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?
.
উঃ- দৌড়ানো অবস্থায়।

প্রশ্নঃ কোন রঙের বস্তুর তাপ শোষন ক্ষমতা বেশি?
.
উঃ- কালো।

প্রশ্নঃ শূণ্য মাধ্যমে শব্দের গতি কত?
.
উঃ- শূণ্য।

প্রশ্নঃ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি?
.
উঃ- ব্যারোমিটার।

প্রশ্নঃ কোন রঙের বস্তুর তাপ শোষন ক্ষমতা কম?
.
উঃ- সাদা।

প্রশ্নঃ বিদ্যুত প্রবাহের একক কি?
.
উঃ- এ্যাম্পেয়ার।

প্রশ্নঃ কোন বর্ণের আলোর প্রতিসরণ বা বিচ্যুতি সবচাইতে বেশি?
.
উঃ- বেগুনী।

প্রশ্নঃ সময় নির্ণায়ক যন্ত্রের নাম কি?
.
উঃ- ক্রনমিটার।

প্রশ্নঃ তাপমাত্রা নির্নয়ের যন্ত্র কোনটি?
.
উঃ- থার্মোমিটার।

প্রশ্নঃ ভূমিকম্প নির্নয়ের যন্ত্র কোনটি?
.
উঃ- সিসমোগ্রাফ।..

.
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

No comments: