বিসমিল্লাহির রাহমানির রাহীম
Welcome to Tipslogbd24.com™

একটা গুরুত্বপূর্ণ কুরআনের আয়াত ভাই/বোনেরা পড়ে নিন

আসসালামুআলাইকুম।।
আমরা কি পারবো বিপদেআপদে, বালামুসিবত,অসুখবিসুখ ইত্যাদিতে ধৈর্যধারণ এর মাধ্যমে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারি??
নবী আয়্যুব (আঃ) ১৮ টি বছর রুগ অবস্থায় বিছানায় ছিলেন। শরীরে
পোকা জমে গেলো।এবার দেখছেন জিহ্বায় পোকা,তিনি বলছেননা হে রব্ব আমার জিহ্বায় পোকা জমেছে আমায় ভালো করুন।তিনি কায়দা খাটিয়ে বলছেনঃ
ﺭَﺏِّ ﺃَﻧِّﻲ ﻣَﺴَّﻨِﻲَ ﺍﻟﻀُّﺮُّ ﻭَﺃَﻧﺖَ ﺃَﺭْﺣَﻢُ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦَ

হে আল্লাহ্ তুমিইতো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ
দয়ালু আর আমার জিহ্বার মধ্যে যদি পোকা দরে যায় তাহলে তূমার মত রব্বের জিকির আমি কি দিয়ে করবো (সূরা আম্বিয়া : আয়াত ৮৩)
আল্লাহ্ তা’আলা খুশি হয়ে বললেনঃ
ﻓَﻜَﺸَﻔْﻨَﺎ ﻣَﺎ ﺑِﻪِ ﻣِﻦْ ﺿُﺮٍّ ۖ ﻭَﺁﺗَﻴْﻨَﺎﻩُ ﺃَﻫْﻠَﻪُ ﻭَﻣِﺜْﻠَﻬُﻢْ ﻣَﻌَﻬُﻢْ ﺭَﺣْﻤَﺔً ﻣِﻦْ ﻋِﻨْﺪِﻧَﺎ

অতপর আমি তার ডাকের সারা দিলাম আর তার দুঃখকষ্ট দুর করে দিলাম এবং তার পরিবারবর্গ সহ ধনসমম্পদ ফিরিয়ে দিলাম।সুবহান আল্লাহ্‌

No comments: