বিসমিল্লাহির রাহমানির রাহীম
Welcome to Tipslogbd24.com™

ইসলামি যৌন আইনশাস্ত্র, নারীদের পর্দা,হস্তমৈথুন,ইসলামি জীবন ব্যবস্থা সম্পর্কে সব মুসলিম ভাই বোনেরা পড়ে নিন

আসসালামু আলাইকুম
আজ আমি একটা খুবই প্রয়োজনীয় পোস্ট করলাম। সকল মুসলিম ভাই, বোনেরা পোস্টটি পড়বেন আশা করি।ইসলাম হলো শান্তির ধর্ম। এ ধর্মে আছে মানবজাতির মুক্তির পথ। পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম। ইসলামে আমাদের জীবনের সকল করনীয় এবং বর্জনীয় বিষয় সম্পর্কে আলোকচনা করা হয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো যৌন আচরন… এ বিষয়ে অনেক বিধি – নিষেধ আছে ইসলামে।
আমি মূলত যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি তা হলো

হস্তমৈথুন

এখানে অনেকেই হয়তো আছেন আমার অনেক বড়, ভাই আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এটা খুবই জরুরি। আমি আমার নিজের জীবন থেকেই বলছি হস্তমৈথুন ভালো না। এটা সম্পর্কে অনেকে জানে না তারা এটা সম্পর্কে জানতে চাইবেন না। এটা করা ইসলামের দৃষ্টিতে হারাম। সাধারনত ছেলেরা যখন বয়ঃসন্ধিকাল পদার্পণ করে (১২-১৫) তখন এটা শুরু হয়। বেশিরভাগ ১৪ বছর বয়স থেকেই শুরু করে এতে স্বাস্থ্যগত অনেক ক্ষতি হয়। এটা সম্পর্কে তারা অবগত হয় তাদের বন্ধুদে থেকে, তাই খারাপ ছেলেদের সাথে চলা উচিৎ না।।

হস্তমৈথুন সম্পর্কে ইসলামিক দৃষ্টিতে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই নিচে Wikipedia Link দিলাম ওখান থেকে সম্পূর্ণ ইসলামি যৌন আইনশাস্ত্র পড়ে নিন

এখান থেকে দেখে নিন সবাই


No comments: